উপাদান
- প্রতি এম এল সলিউশনে ট্রাম্প ৩% বা ট্রাম্প ১%
- সক্রিয় উপাদান ৩০ মি:গ্রা: বা ১০ মি: গ্রা: আইভারমেকটিন।
উপকারিতা/কার্যকারিতা
- ট্রাম্প একটি আইভারমেকটিন ওরাল সলিউশন। যা মাছ, মুরগি, গরু, ছাগলের অভ্যান্তরীন ও বহিঃপরজীবি নিধনে খুবই কার্যকরী।
- মাছের গায়ে, ফুলকায় ও আঁইশের মধ্যে লেগে থাকা উকুন, এ্যাংকর পোকা বা লারনিয়া বা সুজি পোকা ও অন্যান্য পরজীবি নিধনে খুবই কার্যকরী।
- গবাদী পশু-পাখির গায়ে লেগে থাকা (Tics, Lice, Mites, Maggots, Fleas) ইত্যাদি নিধনে খুবই কার্যকরী।
প্রয়োগমাত্রা/নির্দেশনা
মাছ : ১ মি:গ্রা: / ২ কেজি খাদ্যে (ট্রাম্প ১৫)
পুকুরে : ১০০ মি: লি: প্রতি একরে (ট্রাম্প ৩%) বা ৩০০মিলি প্রতি একরে (ট্রাম্প ১%) ৩-৫ ফিট পানিতে।
পোল্ট্রি : ০.৪ মিঃগ্রাঃ/প্রতি কেজি খাদ্যে (ট্রাম্প ১%)
গরু : ১ মি:গ্রা:/ ২৫ কেজি গরুর জন্য (ট্রাম্প ১%)।
১ দিন পর পর ৩ দিন।
অথবা, রেজিষ্টার্ড প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ।
প্রস্তুতকারক : চীন